বাংলা কবিতায় ধনঞ্জয় সাহা নামটি তেমন পরিচিত না হলেও, আড়ালে পরিপুষ্ট হয়ে উঠেছে তাঁর কবিতা। একজন সফল বিজ্ঞানী হওয়া সত্ত্বেও কল্পনাশক্তির স্ফুরণ তাঁর কবিতায় উজ্জ্বল। সহজ কথায় কবিতার বিন্যাস কিন্তু সহজ কথার ভেতরে লুকনো আছে গভীর জীবন-দর্শন, এখানেই ধনঞ্জয় সাহা একজন সার্থক কবি। তীব্র ঈহা তাঁকে কখনোই অপ্রাপ্তির হতাশা দেয়নি বরং দিয়েছে জিজীবিষা, তিনি ইতিবাচক দৃষ্টিতেই তাকিয়েছেন জীবন ও পৃথিবীর দিকে।
There are no reviews yet.